বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ধর্মপাশায় উপজেলা প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

ধর্মপাশায় উপজেলা প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আ.লীগের সদস্য অ্যাড.রনজিত চন্দ্র সরকার। 

মঙ্গলবার  (১২ মার্চ) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন সুনামগঞ্জ-১ আসনের এমপি। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.অলিদুজ্জামান, কৃষি অফিসার মীর হাসান আল বান্না, ধর্মপাশা সারর্কেল অফিসার আলী ফরিদ, ধর্মপাশা থানা ওসি মো.শামছুদ্দোহা, উপজেলা প্রকৌশলী শাহাবুদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা আ.লীগের সহ-সভাপতি অ্যাড.আব্দুল হাই তালুকদার, তাহেরপুর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেলসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ